ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি সামরিক মহড়ায় অংশ নেবে ভারত

প্রকাশিত: ০৫:১৫, ১২ ডিসেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি  সামরিক মহড়ায় অংশ নেবে ভারত

ভারত আগামী বছর দুটি বড় ধরনের সামরিক মহড়ায় অংশ নেবে। একটি হলো রিম অব দ্য প্যাসিফিক এক্সারসাইজ এবং অন্যটি এক্সারসাইজ রেড ফ্ল্যাস। পেন্টাগনে সফররত ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার এ কথা ঘোষণা করেন। পারিকরের ৮ দিনের এ সফর শনিবার শেষ হওয়ার কথা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। রিম অব দ্য প্যাসিফিক এক্সারসাইজ (রিমপ্যাক) বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক নৌযুদ্ধ মহড়া। মার্কিন নৌবাহিনী এ মহড়ার আয়োজন করে থাকে। এটি দু’বছর পরপর জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হয় এবং ২২টি দেশ ২০১৪ সালে ঐ মহড়ায় অংশ নিয়েছিল। এক্সারসাইজ রেড ফ্ল্যাস এক উন্নতমানের আকাশযুদ্ধ প্রশিক্ষণ মহড়া এবং মার্কিন বিমানবাহিনী নেভাডায় এর আয়োজন থাকে। আট বছর পর ভারত ২০১৬ সালে এ মহড়ায় আবার অংশ নেবে। পারিকর বলেন, ভারত এখন ভারত মহাসাগর অঞ্চলে অন্যান্য দেশকেও নিরাপত্তা দিয়ে থাকে। তিনি আরও উল্লেখ করেন, ভারত এখন বিশ্বের অন্য যে কোন দেশের চেয়ে বেশি সংখ্যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিয়ে থাকে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সব আলোচনায় সন্ত্রাসবাদই অন্যতম বিষয় ছিল। ভারত ইসলামিক স্টেট ও মধ্যপ্রাচ্যের অন্যান্য সন্ত্রাসী দলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তথ্য বিনিময় করে চলেছে।
×