ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উদীচীর তিন দিনব্যাপী সাংস্কৃতিক সম্মেলন

প্রকাশিত: ০৫:৫২, ১২ ডিসেম্বর ২০১৫

উদীচীর তিন দিনব্যাপী সাংস্কৃতিক সম্মেলন

স্টাফ রিপোর্টার ॥ নিপীড়িত মানুষের গান গাওয়ার অঙ্গীকারে, গান-কবিতা-নাটক তথা জীবনবাদী সংস্কৃতিকে হাতিয়ার করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সংগ্রামী পথচলা। উদীচী এই দীর্ঘ পথপরিক্রমায় অংশ নিয়েছে স্বাধীনতার সংগ্রামে, লড়াই করেছে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে, লড়াই করেছে প্রাণপ্রিয় স্বাধীনতার সকল অর্জনসহ গণতন্ত্র রক্ষার পবিত্র প্রত্যয়ে। একই সঙ্গে বাংলা ভূখ-ে বহমান হাজার বছরের সংস্কৃতির সংরক্ষণ, প্রচার ও প্রসারে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচী নিয়েছে উদীচী। এরই ধারাবাহিকতায় এবারও উদীচী আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। সংগঠন সূত্রে জানা গেছে, ‘শহীদ স্মরণে আপন মরণে, রক্ত ঋণ শোধ কর, শোধ কর’Ñ এই সেøাগানকে ধারণ করে আগামী ১৭-১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত তিন দিনব্যাপী বিশেষ জাতীয় সাংস্কৃতিক সম্মেলন। আগামী ১৭ ডিসেম্বর বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করবেন বৃহত্তর চট্টগ্রামের প্রখ্যাত লোকশিল্পী আমান উল্লাহ গায়েন। অসংখ্য জনপ্রিয় লোকগানের স্রষ্টা নিভৃতচারী আমান উল্লাহ গায়েনকে উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানিয়ে বাংলার আবহমান সংস্কৃতিকে সবার সামনে নতুন করে তুলে ধরার প্রয়াস নিয়েছে উদীচী। লোকশিল্পী আমান উল্লাহ গায়েন ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেনÑ অধ্যাপক শান্তনু কায়সার এবং সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির নৃশংস হামলায় নিহত গণজাগরণ মঞ্চের অন্যতম কর্মী রাজীব হায়দার শোভনের বাবা ডাঃ নাজিম উদ্দিন। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে উদ্বোধনী পর্ব শেষে থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর সন্ধ্যায় শুরু হবে উদীচীর বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আগত শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। এসব পরিবেশনায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং কৃষ্টিকে তুলে ধরা হবে। উদীচীর জাতীয় সাংস্কৃতিক সম্মেলনের দ্বিতীয় দিন ১৮ ডিসেম্বর সকাল ১০টায় থাকবে ‘সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক সংগ্রাম’ বিষয়ক সেমিনার। এরপর সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া তৃতীয় দিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায়ও গান, নাচ, আবৃত্তি, নাটক, নৃত্যনাট্যসহ বিভিন্ন বৈচিত্র্যময় পরিবেশনা নিয়ে মঞ্চে উপস্থিত থাকবেন উদীচীর বিভিন্ন জেলা ও শাখা সংসদের শিল্পীরা।
×