ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়াগনার ১৬০ কিমি.!

প্রকাশিত: ০৫:৫৬, ১২ ডিসেম্বর ২০১৫

ওয়াগনার ১৬০ কিমি.!

স্পোর্টস রিপোর্টার ॥ বড় একটা বিভ্রান্তির তৈরি হয়েছে। সাদা চোখে দেখার পর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই বলের গতি ঘণ্টায় ১৬০ কিমি.! কিউই পেসার নিল ওয়াগনার তার ১৭ টেস্টের ক্যারিয়ারে কখনও এর ধারে-কাছে গতিতেও বল করতে পারেননি। ডুনেডিনে চলমান নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা টেস্টের সম্প্রচারের দায়িত্বে স্কাই স্পোর্টস। তাদের কাছেও খোজ নেন নিউজিল্যান্ডের সাংবাদিকেরা। বলের গতি মাপার যন্ত্র ‘স্পিডগান’টা বিগড়ে যায়নি তো? তারাও মনে করছে কোন একটা গড়বড় হয়েছে! এই বলের গতি ১৬০ কিমি. হওয়ার কথা নয়। সম্প্রচারে ডেলিভারির গতির স্ক্রলে তাই দেখানো হয়, এ নিয়ে দেশটির সামাজিক যোগাযোগের মাধ্যমেও ঝড় ওঠে। কারণ ক্রিকেটের ইতিহাস যে এর চেয়ে বেশি গতির বল খুব একটা দেখেনি। কিন্তু গড়বড়টা কি? স্কাই স্পোর্টসের ধারণা, ইউনিভার্সিটি ওভাল মাঠে যে দুটি স্পিডগান বসানো আছে, তারই একটিতে হয়ত উড়ে যাওয়া কোন পাখি (সিগাল) বলটি ডেলিভারির সময় ধরা পড়েছে। এবার এও অনুমান হচ্ছে, লেজার রশ্মির কারণেই এমনটা হয়েছে। স্কাই স্পোর্টস দ্রুত রহস্য আবিষ্কার করবেÑ এমনটাই সবাই চাইছেন।
×