ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরে অধিকাংশ ক্লিনিকের মালিক সরকারী চিকিৎসক

প্রকাশিত: ০৫:৫৯, ১২ ডিসেম্বর ২০১৫

যশোরে অধিকাংশ ক্লিনিকের  মালিক সরকারী  চিকিৎসক

সাজেদ রহমান, যশোর অফিস ॥ যশোর শহরের অধিকাংশ বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক হচ্ছেন সরকারী হাসপাতালের চিকিৎসকরা। আর্থিকভাবে লাভবান হতে তারা নামে বেনামে প্রাইভেট স্বাস্থ্য প্রতিষ্ঠান খুলেছেন। মালিক বনে যাওয়া চিকিৎসকের মধ্যে কেউ সম্প্রতি অবসরে গেছেন, আবার কেউ এখনও পর্যন্ত কর্মরত রয়েছেন। যে কারণে ওইসব চিকিৎসক সরকারী হাসপাতালে দায়সারাভাবে দায়িত্ব পালন করেন বলে অভিযোগ উঠেছে। এতে সরকারী হাসপাতালে রোগীরা ন্যায্য চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে অনেকটা বাধ্য হয়ে রোগীদের বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকার বিনিময়ে চিকিৎসা নিতে হচ্ছে। রোগীরা বলেছেন, চিকিৎসক এক, তবে আচরণ দু’রকম। সরকারী হাসপাতালে কর্কশ আর বেসরকারীতে মধুর আচরণ করেন তারা। এদিকে, সরকারের নিয়ম আছে চাকরিরত অবস্থায় কোন চিকিৎসক বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানের মালিক হতে পারবেন না বলে জানিয়েছেন সিভিল সার্জন।
×