ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্যবসায় উদ্যোগ

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০২, ১২ ডিসেম্বর ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২০. মুক্তা লেখাপড়া শেষ করে নিজের গ্রামের বাড়িতে দুগ্ধ ও পোল্ট্রি উৎপাদন এবং বিপণনের ব্যবস্থা করে এখন বেশ স্বাবলম্বী। মুক্তার এ কাজটি কোন শিল্পের অন্তর্গত? ক) উৎপাদন শিল্প খ) সেবা শিল্প গ) কুটির শিল্প ঘ) মাঝারি শিল্প ২১. ব্যাংকিং কোন শিল্পের অন্তর্গত? ক) নিষ্কাশন খ) নির্মাণ গ) উৎপাদন ঘ) সেবা ২২. মূলধন গঠিত হয় কিসের মাধ্যমে? ক) কর্মসংস্থানের মাধ্যমে খ) চাকরির মাধ্যমে গ) সঞ্চয়ের মাধ্যমে ঘ) উৎপাদনের মাধ্যমে ২৩. বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট যেসব কার্যাবলি পালন করে সেগুলো হলো- র. ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া রর. নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ ররর. মহিলা উদ্যোক্তা উন্নয়ন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. পরিবেশের দ্বিতীয় উপাদান কোনটি? ক) সামাজিক পরিবেশ খ) রাজনৈতিক পরিবেশ গ) অর্থনৈতিক পরিবেশ ঘ) আইনগত পরিবেশ ২৫. অর্থায়নের প্রথম ও প্রধান উৎস কী হতে পারে? ক) নিজস্ব তহবিল খ) আত্মীয় স্বজন গ) কেন্দ্রীয় ব্যাংক ঘ) বাণিজ্যিক ব্যাংক ২৬. কোনটি আধুনিক যুগের কাজ? ক) কাগজি নোটের প্রচলন খ) বাজার ও শহর সৃষ্টি গ) ব্যবসায় সংগঠনের উদ্ভব ঘ) বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থা ২৭. অন্যের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতা উদ্যাক্তার কোন গুণের অন্তর্গত? ক) অন্যতম গুণ খ) সাধারণ গুণ গ) বিশেষ গুণ ঘ) প্রধান গুণ ২৮. ফ্রানসাইজিং চুক্তিতে উল্লেখ থাকে- র. ফ্রানসাইজিং ফ্রানসাইজরের গহণযোগ্য পণ্য বিক্রয় করবে রর. ব্যবসায় ফ্রানসাইজির মানদন্ড অনুযায়ী না হলে চুক্তিপত্র বাতিল হবে ররর. ফ্রানসাইজি অবশ্যই প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করতে রাজি থাকবেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. স্বাতন্ত্র্যতা কোনটি মূল বিষয়? ক) ট্রেডমার্ক খ) কপিরাইট গ) পেটেন্ট ঘ) নিবন্ধন ৩০. মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলে? ক) ব্যবসায় খ) শিল্প গ) বাণিজ্য ঘ) সেবা ৩১. ফোর্ড কোন দেশের কোম্পানী? ক) জাপান খ) ইংল্যান্ড গ) আমেরিকা ঘ) বাংলাদেশ ৩২. কোন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভবনা অসীম? ক) আত্মকর্মসংস্থান খ) ব্যবসায় গ) সরকারি চাকরি ঘ) বেসরকারি চাকরি ৩৩. কোন প্রতিষ্ঠান কুটিরশিল্পের কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে? ক) নট্রামস্ খ) যুব প্রশিক্ষণ কেন্দ্র গ) বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড ঘ) মহিলা বিষয়ক মন্ত্রণালয় ৩৪. একজন উদ্যোক্তা বিভিন্ন কারণে ব্যর্থ হতে পারেন, যেমন- র.ভুল পণ্য নির্বাচন রর. সঠিক পরিকল্পনার অভাব ররর. উচ্চ শিক্ষার অভাব নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৩৫. অংশীদারদের মধ্যে লাভ-লোকসান বন্টনের অনুপাত থাকে কোথায়? ক) বিবরণপত্রে খ) স্মারকলিপিতে গ) চুক্তিপত্রে ঘ) পরিমেল নিয়মাবলীতে ৩৬. বিমা ব্যবসায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখে- র. বৈদেশিক বাণিজ্যের ঝুঁকি বহন করে এর প্রসারে সহায়তা করে রর. প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ উৎপাদন উদ্দেশ্যে বিনিয়োগ করে শিল্পায়নে সহায়তা কর ররর. প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ ঋণ হিসেবে বিতরণ করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. আক তার হামিদ খান ক র্তৃক প্রতিষ্ঠিত বার্ড (ইঅজউ) কোন আন্দোলনকে জনপ্রিয়তা দান করে? ক) স্বাধীনতা খ) দাসত্ব গ) সমবায় ঘ) পুজিঁবাদ ৩৮. কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে? ক) পরিকল্পনা খ) ব্যবস্থাপনা গ) নির্দেশনা ঘ) নেতৃত্ব দান ৩৯. বিমার কয়টি পক্ষ থাকে? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৪০. জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ ৫ লক্ষ টাকার নিচে হলে তাকে কোন শিল্প বলে? ক) মাঝারি শিল্প খ) বৃহৎ শিল্প গ) কুটির শিল্প ঘ) ক্ষুদ্র শিল্প ৪১. ২৯৭২ সালে ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভের পর কী উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক, আর্খিক ও বিমা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে? র. সুসম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে রর. সকল প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে ররর. জনকল্যাণ নিশ্চিত করতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর গ) র ও ররর ঘ) রর ও ররর ৪২. কোনটি মানুষের সুপ্ত বাসনাকে বাস্তবায়িত করতে অনুপ্রাণিত করে? ক) উদ্যোগ খ) চাকরি গ) সমাজসেবা ঘ) রাজনীতি ৪৩. সাধারণত কোনটি অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে উল্লেখ থাকে? র. অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা রর. ব্যবসায়ের প্রকৃতি উদ্দেশ্য ও আওতা ররর. ব্যবসায়ের কার্যকাল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. কোনটির ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় সবচেয়ে উপযুক্ত? ক) রিয়েল এস্টেট খ) ফাইন্যান্সিয়াল গ) মৃৎশিল্প ঘ) চামড়া শিল্প ৪৫. রহিম, শফিক, জাভেদ মিলে অংশীদারি ব্যবসায় শুরু করেছে। শফিক ও রহিম জাভেদকে না জানিয়ে তার অংশ ক্রিমের কাছে হস্তান্তর করল।এখন এ ব্যবসায়ের বিলোপসাধন হবে কোন উপায়ে? ক) সকলে এক মত হয়ে খ) বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে গ) বাধ্যতামূলকভাবে ঘ) আদালতের আদেশ অনুসারে ৪৬. দরিদ্র রুবেলের মুদির দোকান প্রতিষ্ঠার খুব ইচ্ছা থাকা সত্বেও সে তা চালু করতে পারছে না। এর প্রধান কারণ কোনটি? ক) রাজনৈতিক অস্থিরতা খ) সুষ্ঠু পরিকল্পনার অভাব গ) অপর্যাপ্ত মূলধন ঘ) শিক্ষার অভাব ৪৭. যেকোন দেশে কর্মসংস্থানের একটি প্রধান উৎস হল- ক) সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি খ) রাষ্ট্রায়ত্ত গ) কৃষি ঘ) শিক্ষা ৪৮. জনাব হাসান নিজের এবং অন্যদের নিকট থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে নিজ গ্রামে একটি পাঠাগার স্থাপন করলেন। এটি পরিচয় বহন করে- র . দৃঢ় মনোবলের ফল র র . উদ্যোগ গ্রহণের ফসল র র র . মুনাফা অর্জনের উপায় নিচের কোনটি সঠিক? ক) র ও র র খ) র ও র র ও গ) র র ও র রর ঘ) র, র র ও র র র নিচের উদ্দীপকটি পড় এবং ২টি প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের অন্যতম সফল উদ্যোক্তা হচ্ছেন জনাব জহুরুল ইসলাম। ব্যবসায় প্রতিভা, কঠোর পরিশ্রম, দুরদর্শিতা ও সৃজনশীলতার সমন্বয়ে গঠিত এ মানুষটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের শিল্প ও ব্যবসায় বাণিজ্য জগতে অতি পরিচিত নাম। তিনি ঢাকা শহরের মানুষের আবাসন সমস্যা সমাধানকল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরবর্তীতে প্রতিষ্ঠা করেন ইসলাম গ্রুপ অব কোম্পানিসহ অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। ৪৯. শাড়ি, লুঙ্গি, গামছা, চাদর ইত্যাদির সাথে সামঞ্জস্য দেখা যায়- র. টেবিল ক্লথ, জামদানি, মাফলারের রর. ব্যাগ, শীত বস্ত্র, হোসিয়ারির ররর. সতরঞ্জি, নকশী কাঁথা, কার্পেটের নিচের কোনটি সঠিক? ক) ১৯৬৫ খ) ১৯৬৪ গ) ১৯৭৪ ঘ) ১৯৭৬ ৫০. যোগাযোগ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান কোনটি? র. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা রর. বাংলাদেশ রেলওয়ে ররর. বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা নিচের কোনটি সঠিক? ক) ১৫০ টাকা খ) ৫৭ টাকা গ) ২৫০ টাকা ঘ) ৭৭ টাকা সঠিক উত্তর: ১. (ক) ২. (ঘ) ৩. (ঘ) ৪. (গ) ৫. (খ) ৬. (খ) ৭. (ঘ) ৮. (খ) ৯. (ক) ১০. (খ) ১১. (গ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (গ) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (খ) ১৯. (খ) ২০. (খ) ২১. (ঘ) ২২. (গ) ২৩. (ঘ) ২৪. (গ) ২৫. (ক) ২৬. (গ) ২৭. (গ) ২৮. (খ) ২৯. (ক) ৩০. (ক) ৩১. (গ) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (ঘ) ৩৫. (গ) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (খ) ৩৯. (ক) ৪০. (গ) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (ঘ) ৪৪. (গ) ৪৫. (ঘ) ৪৬. (গ) ৪৭. (ক) ৪৮. (ক) ৪৯. (ক) ৫০. (ঘ)
×