ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নাটোরে প্রার্থিতা ফিরে পেলেন ৮ জন

প্রকাশিত: ০৬:০৪, ১২ ডিসেম্বর ২০১৫

নাটোরে প্রার্থিতা  ফিরে পেলেন  ৮ জন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ ডিসেম্বর ॥ বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া ৮ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ আরও তিন কাউন্সিলর প্রার্থীর আপীল খারিজ হয়ে গেছে। নির্বাচনী আপীল বোর্ডের প্রধান জেলা প্রশাসক মশিউর রহমান বৃহস্পতিবার দুপুরে তার সম্মেলন কক্ষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। রিটার্নিং অফিসার ইউএনও মোঃ রুহুল আমিন জানান, ১নং ওয়ার্ডে শহিদুল ইসলাম ও রবিউল করিম আদল, ২নং ওয়ার্ডে মাসুদ রানা, ৫নং ওয়ার্ডে আসাদুজ্জামান খান গোল্লা, ৬নং ওয়ার্ডে নবীর উদ্দিন ও আব্দুল জব্বার, ৮নং ওয়ার্ডে এমামুল হক লাবু এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী শিউলী রাণী সাহা তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে আপীলের পরও বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী এ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসেন, ১নং ওয়ার্ডের ফিরোজ প্রামাণিক ও ৯নং ওয়ার্ডের ওয়াজেদ আলীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
×