ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোনারগাঁওয়ে গ্রাহকের কোটি টাকা নিয়ে কোম্পানি উধাও

প্রকাশিত: ০৬:০৬, ১২ ডিসেম্বর ২০১৫

সোনারগাঁওয়ে গ্রাহকের কোটি টাকা নিয়ে কোম্পানি উধাও

সংবাদদাতা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, ১১ ডিসেম্বর ॥ সোনারগাঁওয়ে জনতা সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটি লিমিটেড নামে একটি কোম্পানি দেড় কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বলে জানা গেছে। শুক্রবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার শাহাবুদ্দিন শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় এ সংস্থাটির অফিসে তালা ঝুলিয়ে উধাও হয়েছে। এ কোম্পানি ৬৮৭ জন গ্রাহকের কাছ থেকে দেড় কোটি টাকা চড়া সুদের প্রলোভন দেখিয়ে আমানত সংগ্রহ করে। এ প্রতিষ্ঠানে কর্মচারী সংখ্যা ছিল ৩৫ জন। এ ব্যাপারে সোনারগাঁও থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ ও গ্রাহকরা জানান, সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠাটির ব্যবস্থাপক এম ইসমাইল। তিনি মোহনীয় বিজ্ঞাপন ও ঝকঝকে বিলাসবহুল অফিস দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করেছিল। শুক্রবার গ্রাহকরা অফিসে গিয়ে চেয়ারম্যান এমডি কিংবা পরিচালকদের কোন কর্মকতা তো দূরের কথা অফিসে তালা ঝুলতে দেখে।
×