ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লা উত্তর জেলা আ’লীগ কমিটি বাতিল দাবিতে সমাবেশ

প্রকাশিত: ০৬:০৬, ১২ ডিসেম্বর ২০১৫

কুমিল্লা উত্তর জেলা আ’লীগ কমিটি বাতিল দাবিতে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা/ দাউদকান্দি, ১১ ডিসেম্বর ॥ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠনের দাবিতে প্রতিবাদ সমাবেশে করেছে ওই সাংগঠনিক জেলার ৪ উপজেলার আ’লীগের নেতৃবৃন্দ। শুক্রবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলা আ’লীগের গৌরীপুর কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশ ও সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, গত ১৯ বছর ধরে এ জেলার সম্মেলন হচ্ছে না। সম্প্রতি ওই কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল সরকারের স্বাক্ষরে দেবিদ্বার, মুরাদনগর, হোমনা ও তিতাস উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। কিন্তু পরবর্তীতে তিনি ওই স্বাক্ষর অস্বীকার করেন এবং ওই ৪ উপজেলা কমিটির নেতৃবৃন্দ তার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করেছে দাবি করে তাদের শোকজ নোটিস প্রদান করেন। ওই শোকজ নোটিসকে অবৈধ উল্লেখ করে এবং মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি অবিলম্বে বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠনের দাবিতে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তব্য রাখেন আ’লীগ নেতা এ্যাডভোকেট শফিউল বশর ভা-ারী, আ’লীগ নেতা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, রোশন আলী মাস্টার, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, আ’লীগ নেতা আমানউল্লাহ আমান, এটিএম মেহেদী হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ আলম সরকার, সহিদ উল্লাহ প্রমুখ।
×