ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বেড়েছে

প্রকাশিত: ০৬:০৭, ১২ ডিসেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে  শীতের তীব্রতা বেড়েছে

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১১ ডিসেম্বর ॥ ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশার ফলে শীতের তীব্রতা যেন বেড়েই চলেছে। কনকনে এই শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে দুস্থ ও নিম্নআয়ের মানুষ। এরা খড়খুটো জ্বালিয়ে শীতের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। গত ৩ দিনের চেয়ে রাতব্যাপী ঠাকুরগাঁওয়ের সর্বত্র কুয়াশা পড়েছে বৃষ্টি ও তুষারের ন্যায়। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও রাস্তায় অনেক বেলা অবধি বাস-ট্রাক চলছে হেড লাইট জ্বালিয়ে। হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়েছে জেলার সকল পেশার মানুষের পাশাপাশি পশু-পাখি। শীতজনিত রোগে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, গত ২৪ ঘণ্টায় সদর আধুনিক হাসপাতালে নিউমোনিয়া, ডায়রিয়াসহ ঠা-াজনিত রোগে আক্রান্ত হয়ে ১৩৫ শিশু ভর্তি হয়েছে। শিশু ছাড়াও বয়োবৃদ্ধরা শ্বাসকষ্ট, হাঁপানি, রোগে আক্রন্ত হয়ে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।
×