ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের নাটক ‘কাল রাত্রি’র চার প্রদর্শনী

প্রকাশিত: ০৭:৩২, ১২ ডিসেম্বর ২০১৫

মুক্তিযুদ্ধের নাটক ‘কাল রাত্রি’র চার প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের মানুষের জাতীয় জীবনে অন্যতম একটি বিষয় মহান মুক্তিযুদ্ধ। গুরুত্বপূর্ণ এ বিষয়টি নিয়ে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে রচিত হয়েছে অনেক কবিতা, গল্প, উপন্যাস, গান ও নাটক। বিশেষ করে পথ নাটক ও মঞ্চনাটকে উঠে এসেছে মহান মুক্তিযুদ্ধের নানা গল্প। বিজয়ের মাস ডিসেম্বর এলেই দেশের নাট্যদলগুলো মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মঞ্চায়ন করে থাকে। এরই ধারাবাহিকতায় পদাতিক নাট্য সংসদ চলতি মাসে তাদের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘কাল রাত্রি’ নাটকের চারটি মঞ্চায়ন করতে যাচ্ছে। বিষয় বৈশিষ্ট এবং উপস্থাপনার আঙ্গিকের কারণে ইতোমধ্যে নাটকটি প্রশংসিতও হয়েছে। পদাতিক নাট্য সংসদের অন্যতম কর্মী শাখাওয়াত হোসেন শিমুল এ প্রসঙ্গে জনকণ্ঠকে জানান, মহান বিজয়ের মাস উপলক্ষে চলতি ডিসেম্বর মাসে ‘কাল রাত্রি’ নাটকের চারটি প্রদর্শনী করবেন তারা। এর মধ্যে আগামী ১৪ ডিসেম্বর সাভারের এনাম মেডিক্যাল হাসপাতাল মিলনায়তনে সাংসদ নাট্যোৎসবের উদ্বোধনী দিনে মঞ্চায়ন হবে নাটকটি। এছাড়া আগামী ১৬ ডিসেম্বর উত্তরা ক্লাবের আমন্ত্রণে নাটকটির বিশেষ প্রদর্শনী হবে বলে জানান তিনি। পাশাপাশি আগামী ১৭ ডিসেম্বর ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে এবং ২৪ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। লামিসা শিরীন হোসাইনের লোন সার্ভাইভার গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন ড. তানভীর আহমেদ সিডনী। ‘কাল রাত্রি’ নাটকটির নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম। নাটকের বিভিন্ন চরিত্রে নিয়মিত অভিনয় করবেনÑ শাখাওয়াত হোসেন শিমুল, সানজিদা পারভীন, ইমরান খান, সালমান শুভ চৌধুরী, ইকরামুল ইসলাম, জিনিয়া আজাদ, তাসমী চৌধুরী, তমাল, লিমন, স্বরূপ, ফরহাদ সুমন, শরীফুল ইসলাম, অর্ণব, সুমন, মশিউর রহমান, সৈয়দা শামছি আরা সায়েকা, জেনিতা রহমান হিয়া প্রমুখ। নাটকটির আঙ্গিক, অভিনয়, মঞ্চ, দৃশ্য পরিকল্পনায় রয়েছেন সঞ্জীব কুমার দে। আলোক পরিকল্পনা করেছেন আতিকুল ইসলাম জয়। পোশাক ও কোরিওগ্রাফি পরিকল্পনা করেছেন সাঈদা শামছি আরা সায়েকা। অডিও-ভিজ্যুয়াল পরিকল্পনায় রয়েছেন হামিদুর রহমান পাপ্পু। নির্দেশনা উপদেষ্টা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো নাটকটি চলতি বছরের ৬ নভেম্বর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হয়। এটি পদাতিক নাট্য সংসদের ৩৮তম নাট্য প্রযোজনা। ১৯৭১ সালের ২৫ মার্চের কাল রাত্রিকে ঘিরে এই নাট্য পরিকল্পনা করা হয়েছে। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সার্ভাইভার’ গল্পের নাট্য রূপায়নের ক্ষেত্রে অসহযোগ আন্দোলন, ছাত্র রাজনৈতিক সহিংসতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের দেশ স্বাধীন করার প্রতি গভীর আবেগ জেগে ওঠার কালকেই এই নাটকের উপজীব্য করা হয়েছে।
×