ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার জয় ইনিংস ও ২১২ রানে

প্রকাশিত: ১৮:৩৩, ১২ ডিসেম্বর ২০১৫

হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার জয় ইনিংস ও ২১২ রানে

অনলাইন ডেস্ক ॥ হোবার্টে অনুষ্টিত অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেষ্টে তৃতীয় দিনের লাঞ্চ বিরতির কিছুটা পরে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানে অলআউট করে দিয়ে অস্ট্রেলিয়া ইনিংস ও ২১২ রানে জয়লাভ করে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৪ উইকেটে ৫৮৩ রানে ইনিংস ঘোষনা করলে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২২৩ রানে আউট হয়। ব্রাভো করেন ১০৮ রান। তাছাড়া কেউ উল্লেখযোগ্য রান করেতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ গতকাল ২০৭ রান করে ৪ উইকেট হাতে রেখে কালকের খেলা শেষ করে। কালকের রানের সঙ্গে আজকে আর মাত্র ১৬ রান যোগ করতেই শেষ চার উকেট হারায়। ব্রাভো ৯৪ রানে অপরাজিত ছিলেন। আজকের করা ১৬ রানের মধ্যে ব্রাভো করেছেন ১৪ রান। ওয়েস্ট ইন্ডিজের ২য় ইনিংসে ১৪৮ রানের মধ্যে অপেনার ব্রাথওয়েথ করেন ৯৪ রান। ২য় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে পেটিনশন পেয়েছেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার মিডিল ওয়ার্ডার ব্যাটসম্যান ভোগস অপরাজিত ২৬৯ রান করার সুবাদে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন।
×