ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় ৮০লাখ টাকা ব্যয়ে নদীর দুই পয়েন্টে ক্রসবাঁধ

প্রকাশিত: ১৯:২৩, ১২ ডিসেম্বর ২০১৫

চকরিয়ায় ৮০লাখ টাকা ব্যয়ে নদীর দুই পয়েন্টে ক্রসবাঁধ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে চকরিয়ার চিরিঙ্গায় বিকল হয়ে পড়া পালাকাটা রাবার ড্যাম মেরামত ও কৃষকের মধ্যে সেচ সুবিধা নিশ্চিতকল্পে অবশেষে ৮০লাখ টাকা ব্যয়ে নদীর দুই পয়েন্টে নির্মাণ করা হচ্ছে মাটির তৈরী দু’টি ক্রসবাঁধ। শুক্রবার বিকেলে এ কাজের উদ্বোধন করেন স্থানীয় এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ। পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী, চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিগণ এসময় উপস্থিত ছিলেন। দ্রুত সময়ে ক্রসবাঁধ দুটি নির্মাণ ও মিঠাপানির সুবিধা নিশ্চিত হওয়ায় উপজেলার প্রায় ২০হাজার একর জমিতে বোরো ও সবজি চাষাবাদ নিয়ে দু:চিন্তা কেটে গেছে কৃষকদের।
×