ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে হিন্দু ইস্কন সম্প্রদায়ের মানববন্ধন

প্রকাশিত: ২১:৪২, ১২ ডিসেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে হিন্দু ইস্কন  সম্প্রদায়ের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ দিনাজপুরের কাহারোলে জয়নন্দ দহচি গ্রামের নিলাহার পুকুর সংলগ্ন ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলার ঘটনায় তীব্র প্রতিবাদে এবং সকল দোষীদের দ্রুত গ্রেফতারসহ কঠোর শাস্তিার দাবিতে শনিবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) । সকালে (বেলা ১১টা) শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের ইসকন ভক্ত ৫ শতাধিক নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তব্য দেন, নামহট্ট ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক সমস গৌর দাস ব্রক্ষ্মচারী, ইসকন বাংলাদেশ জেলা শাখার সহ সভাপতি পুষ্প নীলা শ্যাম, সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বক্ষ্মচারী প্রমুখ। বক্তারা জয়নন্দ ইসকন নামহট্ট মন্দিরে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের কর্মসচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন।
×