ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোর জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্য ৩৩১

প্রকাশিত: ২২:১৬, ১২ ডিসেম্বর ২০১৫

যশোর জেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্য ৩৩১

স্টাফ রিপোর্টার, যশোর অফিস॥ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কেন্দ্রীয়ভাবে হবে বিধায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য শূন্য পদের একটি তালিকা পাঠিয়েছে যশোর জেলা শিক্ষা অফিস। এতে ৭ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩১টি শূন্য পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। যশোর জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর থেকে দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। জেলার সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার ভিত্তিতে আগামী এক বছরের জন্য কেন্দ্রীয়ভাবে একটি প্যানেল তৈরি করা হবে। সেখান থেকে শূন্য পদের শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ বিষয়ে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন জানান, জেলার ৮ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে এ শূন্য পদের সংখ্যা সংগ্রহ করে পাঠানো হয়েছে। স্বেচ্ছায় অবসর বা মৃত্যুজনিত কারণে এ সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।
×