ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্বতীপুরে রেল লাইন দখল করে ভূমিগ্রাসীদের দোকান

প্রকাশিত: ২২:১৭, ১২ ডিসেম্বর ২০১৫

পার্বতীপুরে রেল লাইন দখল করে ভূমিগ্রাসীদের  দোকান

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর॥ রেলের ভূমি দখল করার পর এখন ভূমিগ্রাসীরা রেল লাইন দখল শুরু করেছেন। । নিয়ম রয়েছে ট্রেন চলাচল ও দুর্ঘটনা এড়ানোর কারনে রেল লাইনের পার্শ্বে কমপক্ষে ৩০ ফুট ফাঁকা রাখতে হবে। এর মধ্যে যেকোন ধরনের স্থাপনা নির্মানের ব্যাপারে কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে। তবে পার্বতীপুরে দখল বাহিনী এসবের কোন তোয়াক্কাই করছেননা। রেল ষ্টেশনের ৫ নম্বর প্লাটফর্মের পূর্বপার্শ্বে উত্তর-দক্ষিন লম্বালম্বি রেল লাইন দখল করে দোকান-পাট বসানোর প্রতিযোগীতা শুরু হয়েছে। শনিবার সকাল ১১ টায় ঘটনাস্থলে গেলে চোখে পড়ে রেলকে কিভাবে গ্রাস করা হচ্ছে। রেল লাইন ঘেষে চাটি বেড়ার ঘরে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড দিয়ে জনৈক সাইফুল প্রকাশ্যেই মদ বিক্রি করছেন। এখানে আরও রয়েছে নূর ইসলামের পান সিগ্রেট ও জিকরির ভাড়াঘরে জনৈক জাকিরের অবৈধ মদের আখড়াসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান। তারমধ্যে মুন্নার (৪৫) ক্ষুদ্র আকারের ভাতের হোটেলটি রেল লাইনের উপর । ষ্টেশন মাস্টার মোঃ জিয়াউল আহসান জানিয়েছেন বিষয়টি তদন্ত করে জি আর পিকে ম্যাসেস দিয়ে দ্রুত উচ্ছেদের ব্যবস্থা নিবেন ।
×