ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিতুমী কলেজে ছাত্রলীগের দু-পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রকাশিত: ২২:২৭, ১২ ডিসেম্বর ২০১৫

তিতুমী কলেজে ছাত্রলীগের দু-পক্ষের সংঘর্ষে আহত ৬

অনলাইন রিপোর্টার ॥ সরকারি তিতুমীর কলেজে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপেক্ষ আহত হয়েছেন ৬ ছাত্রলীগকর্মী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে। শনিবার সকালে ছাত্রলীগের গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র জানায়, বহিষ্কৃত কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির সোহেলের অনুসারী ও সাবেক সহ-সভাপতি সানি সকালে সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে গোপালগঞ্জ গ্রুপের লোকজনদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলেও নিজেকে নেতা দাবি করে কলেজে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন সানি। এ সময় গোপালগঞ্জ গ্রুপের নেতা-কর্মীরা তাকে কলেজে অবাঞ্চিত ঘোষণা করেন। আর এতেই ক্ষুব্দ হয়ে তাদের ওপর হামলা চালান সানি ও তার লোকজন।
×