ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার প্রতিহিংসার রাজনীতি করছে----ন্যাপ মহাসচিব

প্রকাশিত: ০০:১৯, ১২ ডিসেম্বর ২০১৫

সরকার প্রতিহিংসার রাজনীতি করছে----ন্যাপ মহাসচিব

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। বর্তমান ‘অগণতান্ত্রিক ও অনৈতিক’ সরকার বিরোধীশক্তিকে ধ্বংস করতে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে। রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের পরিবর্তে বল প্রয়োগের মাধ্যমে দমনের চেষ্টা করছে। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে মওলানা ভাসানীর ১৩৫তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, মওলানা ভাসানীকে নিয়ে ভাবতে গেলে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতি চোখ বন্ধ রাখলে চলবে না। তার সংগ্রামী জীবন থেকে শিক্ষা গ্রহণ করে গণতন্ত্র হত্যাকারী শক্তির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। নইলে আমাদের অনেক বড় মাসুল দিতে হতে পারে।
×