ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আমতলী প্রানী সম্পদ দপ্তরে টাকা ছাড়া ওষুধ মেলেনা

প্রকাশিত: ০০:৪২, ১২ ডিসেম্বর ২০১৫

আমতলী প্রানী সম্পদ দপ্তরে টাকা ছাড়া ওষুধ মেলেনা

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা)॥ বরগুনার আমতলী উপজেলা প্রানী সম্পদ দপ্তরে টাকা ছাড়া ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন পাতাকাটা গ্রামের কৃষক সোবাহান ঘরামী। জানাগেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের কৃষক সোবাহান ঘরামীর একটি গরু দাঁতে ব্যথায় অসুস্থ্য হয়ে পড়ে। শনিবার সকালে সে আমতলী প্রানী সম্পদ দপ্তরে গরুর চিকিৎসার জন্য আসে। প্রাণী সম্পদ দপ্তরের কম্পাউন্ডার এম এ বাসার তাকে কোন ব্যবস্থাপত্র না দিয়ে হাসপাতালের সরকারী ওষুধ লেভেল উঠানো ২ টি বোতল দিয়ে ৩০০ টাকা দাবী করেন। অসহায় সোবাহান তাকে (কম্পাউন্ডারকে) ২৫০ টাকা দিয়ে চলে আসেন। আমতলী প্রাণী সম্পদ দপ্তরের কম্পাউন্ডার এমএ বাসার জানান শনিবার হাসপাতালের বহিঃবিভাগ বন্ধ থাকে। বাহির থেকে ওষুধ এনে তাকে দেয়া হয়েছে। কিন্তু বাহির থেকে সরকারী ওষুধ ক্রয় করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদত্তর না দিয়ে ফোন কেটে দেয়।
×