ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কালকিনিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে মুক্তিযোদ্ধার দোকান ভাংচুর

প্রকাশিত: ০১:০৭, ১২ ডিসেম্বর ২০১৫

কালকিনিতে আদালতের নির্দেশ উপেক্ষা করে মুক্তিযোদ্ধার দোকান ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ আদালতের নির্দেশকে উপেক্ষা করে দিন-দুপুরে মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংকার সৈয়দ আবুল হোসেনের দোকান ঘর ভাংচুর করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় শনিবার সকালে মাদারীপুর কালকিনি উপজেলার ডাসার থানায় লিখিত অভিযোগ করা হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ভূক্তভোগী পরিবার। এব্যাপারে সৈয়দ আবুল হোসেন জানান, আমার সম্পত্তি অন্যরা জোরপূর্বক দখলের চেষ্টা করছে। আমার দোকানগুলো ভেঙ্গেছে। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আদালতের নির্দেশ অমান্য করে দোকান ভাংচুরের ব্যাপারে ডাসার থানার ওসি এমদাদুক হক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আমরা চেষ্টা করছি দোষীদের গ্রেফতারের। যদি কেউ আদালতের নির্দেশ অমান্য করে তাদের শাস্তির বিধান রয়েছে।
×