ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় মুক্তিপণের দাবিতে ছাত্র খুন

প্রকাশিত: ০১:০৯, ১২ ডিসেম্বর ২০১৫

পাবনায় মুক্তিপণের দাবিতে ছাত্র খুন

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ মুক্তিপণের দাবিতে নবম শ্রেণির ছাত্র শাকিল কাওসারকে অপহরণের পর গলা টিপে হত্যা করা হয়েছে। পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামে এ হত্যাকান্ড ঘটেছে। নিহত কাওসার মধুপুর গ্রামের বিল্লাল হোসেনের একমাত্র ছেলে। শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শাকিল কাওসার মধুপুর গ্রামের শুক্রবার সন্ধ্যায় বন্ধুদের সাথে র‌্যাকেট খেলছিল। রাত ৮ টার দিকে তাকে মোবাইলে অজ্ঞাতস্থানে ডেকে নেয়া হয়। এরপর থেকে সে নিখোঁজ হয়। রাত ১২ টার দিকে শাকিলের মোবাইল থেকে বাবাকে ফোন করে ৫ লাখ টাকা বাজারে নিয়ে আসতে বলা হয়। তার বাবা বিল্লাল হোসেন টাকা নিয়ে ভোর পর্যন্ত মধুপুর বাজারের অপেক্ষা করার পর বাড়ি ফিরে আসে। এরপর শনিবার মধুপুর এক আম বাগান থেকে শাকিলের লাশ উদ্ধার করা হয়। গলা টিপে হত্যাসহ লাশের একটি চোখ তুলে নেয়া হয়। পাবনা পুলিশ সুপার আলমগীর কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আতাইকুলা থানায় মামলা হয়েছে।
×