ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নড়াইলে ভিত্তিপ্রস্তর খোঁড়ার সময় গুলিসহ দু’টি ম্যাগজিন উদ্ধার

প্রকাশিত: ০১:১০, ১২ ডিসেম্বর ২০১৫

নড়াইলে ভিত্তিপ্রস্তর খোঁড়ার সময় গুলিসহ দু’টি ম্যাগজিন উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলের লোহাগড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯শ’ ২৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে লোহাগড়া পৌরসভার সরকার পাড়া থেকে এ গুলি ও ম্যাগজিন উদ্ধার করে। এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার সরকার পাড়ায় লুৎফর রহমানের বাড়ি তৈরীর জন্য ভিত্তিপ্রস্তর খুঁড়তেছিল শ্রমিকরা। এসময় দুই ফুট খোঁড়ার পর মাটির নীচে গুলি ও ম্যাগজিন দেখতে পেয়ে লোহাগড়া থানায় খবর দেয়। লোহাগড়া থানার এসআই এসআই শিমুলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮শ’ ৭৫ রাউন্ড এসএলআর ও ৫০ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলিসহ দু’টি ম্যাগজিন উদ্ধার করে। লোহাগড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাটির নীচে পাওয়া এ গুলি ও ম্যাগজিন মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে রাখা হতে পারে। এগুলোতে মরিচা পড়ে গেছে।
×