ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেয়াজের রপ্তানী কমল ভারতে

প্রকাশিত: ০১:৫৭, ১২ ডিসেম্বর ২০১৫

পেয়াজের রপ্তানী কমল ভারতে

অনলাইন ডেস্ক ॥ ভােতে পেয়াজের রপ্তানী মূল্য কমানো হয়েছে। প্রতি টন ৭০০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকা করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার এক টুইটে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বলে এনডিটিভির এক খবরে বলা হয়। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির সভাপতিত্বে কৃষিমন্ত্রী রাধা মোহন সিংও ওই বৈঠকে অংশ নেন। অকাল বৃষ্টির কারণে ভারতের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় গত অগাস্টে সে দেশের সরকার রপ্তানিমূল্য প্রতি মেট্রিক টনে ৪২৫ ডলার থেকে বাড়িয়ে ৭০০ ডলার করে। বাংলাদেশের বাজারেও এর প্রভাব পড়ে। নিত্য প্রয়োজনীয় এই খাদ্যপণ্যটির উত্পাদনে ঘাটতির কারণে প্রতিবছর তিন লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয় বাংলাদেশকে। এর বেশিরভাগটাই আসে ভারত থেকে। অবশ্য নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় স্থানীয় বাজারে এই পণ্যের দাম কমতে শুরু করেছে। ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশের (টিসিবি) বাজার দরের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকার বাজারে প্রতি কেজি দেশি পিঁয়াজ ৬০ থেকে ৬১ টাকায় বিক্রি হয়েছে।
×