ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরকে হারিয়ে ফাইনালে কুমিল্ল‍া

প্রকাশিত: ০২:২৩, ১২ ডিসেম্বর ২০১৫

রংপুরকে হারিয়ে ফাইনালে কুমিল্ল‍া

অনলাইন রিপোর্টার ॥ সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলে ফাইনালে উঠল মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখালেন আশার জাইদি। আবারও জ্বলে উঠলেন এবারের বিপিএলের সবচেয়ে বড় চমক আবু হায়দার রনি। বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে ৭২ রানে হারিয়েছে কুমিল্লা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান তুলেছিল কুমিল্লা। রংপুর গুটিয়ে যায় মাত্র ৯১ রানেই। উদ্বোধনী জুটিতে কুমিল্লাকে দারুণ শুরু এনে দিয়েছিলেন ইমরুল কায়েস ও লিটন দাস। মাঝে থিসারা পেরেরা ৫ উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছিলেন রংপুরকে। শেষদিকে আবার ব্যাট হাতে ঝড় তোলেন জাইদি। পরে বল হাতেও জাইদি নিলেন ৪ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ উইকেট নিলেন আবু হায়দারও। রংপুরের ইনিংস তাতে ধ্বংসস্তুপ! রান তাড়ায় রংপুরের শুরুটা খারাপ ছিল না। শুভাগত হোমের করা ইনিংসের তৃতীয় ওভারে আসে চারটি বাউন্ডারি। সৌম্য সরকার ও লেন্ডল সিমন্স প্রথম ৪ ওভারে তোলেন ৩৩ রান। কিন্তু বল হাতে নিয়েই ইনিসের গতিপথ পাল্টে দেন আবু হায়দার রনি। এবারের বিপিএলের সবচেয়ে বড় চমক এই বাঁহাতি পেসার নিজের প্রথম ওভারেই টানা দুই বলে ফেরান রংপুরের দুই ওপেনারকে।
×