ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাত প্রতষ্ঠিানকে ১১ লাখ টাকা জরমিান

প্রকাশিত: ০২:২৪, ১২ ডিসেম্বর ২০১৫

সাত প্রতষ্ঠিানকে ১১ লাখ টাকা জরমিান

স্টাফ রিপোর্টার ॥ ভেজাল পণ্য রাখায় নামীদামি সুপার সপ সহ সাতটি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত। এরমধ্যে রয়েছে দুটি ডিপার্টমেন্টাল স্টোর ও পাঁচটি রেস্টুরেন্ট। শনিবার রাজধানীতে পরিচালত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সোহেব ও মামুনুর রশীদ। এরমধ্যে ধানমন্ডি এলাকায় মীনা বাজারে দুই লাখ টাকা, নান্দোজ কে দুই লাখ, আগোরা তিন লাখ, বারবি কিউ ও তিনটি রেস্টুরেন্টে জরিমানা করা হয়েছে বাকি অর্থ। অনুমোদনহীন ও ভেজাল খাদ্যের কারণে এ জরিমানা করার কথা জানিয়েছেন ভ্রাম্যমান আদালত । এসময় মেয়র সাঈদ খোকন বলেন, নগরবাসীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সিটি করপোরেশন বদ্ধ পরিকর। এরি ধারাবাহিকতায় ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে। তাই খাদ্যের গুনগত মান নিশ্চিত করতে সকল প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এসময় দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সহ প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্তাব্যক্তিরা।
×