ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সীমান্ত ব্যাংক অনুমোদনের প্রাথমিক সিদ্ধান্ত

প্রকাশিত: ০৫:২৬, ১৩ ডিসেম্বর ২০১৫

সীমান্ত ব্যাংক অনুমোদনের  প্রাথমিক সিদ্ধান্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী খাতে নতুন আরেকটি ব্যাংক অনুমোদনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। শুক্রবার সিলেটের হবিগঞ্জের একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় ব্যাংকটিকে লেটার অব ইনটেন্ট বা সম্মতিপত্র দেয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। সীমান্ত ব্যাংক নামের এ ব্যাংক ট্রাস্ট ব্যাংকের আদলে পরিচালিত হবে। এক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওয়েলফেয়ার ট্রাস্টের সহায়তায় পরিচালিত হবে ব্যাংকটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, পর্ষদের সভায় সীমান্ত ব্যাংককে প্রাথমিক অনুমোদন দেয়া হয়েছে। একই সভায় মহাব্যবস্থাপক (প্রটোকল) পদে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। ব্যাংকটিকে সম্মতিপত্র দেয়া হবে। এরপর বিধি অনুযায়ী চূড়ান্ত অনুমোদন পাবে ব্যাংকটি। জানা গেছে, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় ট্রাস্ট ব্যাংকের মতোই বিজিবির এ ব্যাংক পরিচালিত হবে। ব্যাংকটি বিজিবি সদস্যদের পরিবারের কল্যাণে কাজ করবে। প্রাথমিকভাবে ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। এর মধ্যে ১০০ কোটি টাকা বিজিবির কল্যাণ তহবিল থেকে দেয়া হবে। বাকি ৩০০ কোটি টাকা সহজ শর্তে ঋণ প্রদানের ব্যাপারে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী এ ব্যাংক প্রতিষ্ঠায় নীতিগত অনুমোদন দেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বাংলাদেশ ব্যাংক তাদের প্রাথমিক অনুমোদন দেয়। রাজধানীর ধানম-ি ঝিগাতলা সীমান্ত স্কয়ারের নতুন ভবনে ব্যাংকের প্রধান কার্যালয় হবে। লভ্যাংশের পুরো অর্থ ব্যয় হবে কর্মরত ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ দুস্থ মুক্তিযোদ্ধা, বিজিবি সদস্য ও তাদের পরিবারের বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রমে।
×