ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনা চিনি মিলে আখ মাড়াই উদ্বোধন

প্রকাশিত: ০৫:২৭, ১৩ ডিসেম্বর ২০১৫

পাবনা চিনি মিলে আখ মাড়াই উদ্বোধন

শুক্রবার বিকেলে পাবনা চিনি মিলের ২০১৫-১৬ আখমাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে প্রধান সিপিই হাবিবুর রহমান মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এ সময় মিলের এমডি আবুল কালাম আজাদ, জিএম প্রশাসন ডিলীপ কুমার রায়সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে ৯০ হাজার মেঃ টন আখ মাড়াই করে ৬ হাজার ৭৫০ মেঃ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭ দশমিক ৫ ভাগ। গত মৌসুমেও প্রায় ১২ হাজার একর জমিতে আখের আবাদ করে ৯০ হাজার মেঃ টন আখ মাড়াই করে ৬ হাজার ৭শ’ মেঃ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আখ উৎপাদন কম হওয়ায় সে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এবারও ১৩ হাজার একর জমিতে আখের আবাদ করা হয়েছে। আখ উৎপাদনের অবস্থা দেখে মনে হচ্ছে এবারও লক্ষ্যমাত্রা পূরণ হবে না। Ñস্টাফ রিপোর্টার, ঈশবরদী
×