ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিবিসির আফ্রিকান বর্ষসেরা ফুটবলার তোরে

প্রকাশিত: ০৫:৩২, ১৩ ডিসেম্বর ২০১৫

বিবিসির আফ্রিকান বর্ষসেরা ফুটবলার তোরে

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয়বারের মতো বিবিসি আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের খেতাব জয় করলেন ম্যানচেস্টার সিটির আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে। গত ফেব্রুয়ারিতে নিজ দেশের আফ্রিকান নেশন্স কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তোরে। সেইসঙ্গে সিটির হয়েও নিজের নামের প্রতি সুবিচার করে চলেছেন প্রতিনিয়ত। যদিওবা গত মৌসুমে চেলসির পর দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে তার দল। এবারও শিরোপা লড়াইয়ে এখন পর্যন্ত বেশ ভালভাবেই টিকে আছে সিটিজেনরা। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তোরে। সে জন্যই বিবিসির আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা নিজের করে নিয়েছেন তিনি। এর আগে ২০১৩ সালে এই পুরস্কার জিতেছিলেন ৩২ বছর বয়সী তোরে। এই নিয়ে টানা সপ্তমবারের মত বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় তিনি নাম লেখালেন। এই তালিকায় চলতি বছর আরও যারা ছিলেন তারা হলেন সোয়ানসি সিটির আন্দ্রে আইয়ু, সাউদাম্পটনের সাদিও মানে, জার্মান বুন্দেসলিগার ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের পিয়েরে এমেরিক অবামেয়াং এবং পর্তুগীজ ক্লাব পোর্তোর ইয়াসিন ব্রাহিমি। তাদের সবাইকে টপকিয়ে বর্ষসেরার পুরস্কার জেতায় দারুণ রোমাঞ্চিত তোরে।
×