ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভলিবল

প্রকাশিত: ০৫:৩২, ১৩ ডিসেম্বর ২০১৫

ভলিবল

রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মিরপুরে শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘ওয়ালটন বিজয় দিবস ভলিবল শুরু হবে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি থাকবেন কুলসুম পারভীন, (এ্যাসিস্ট্যান্ড ডিরেক্টর, ওয়ালটন গ্রুপ)। এবারের টুর্নামেন্টটি একটু ভিন্নভাবে আয়োজিত হবে। আগের টুর্নামেন্টগুলোতে বিভিন্ন দল অংশ নিলেও এবার জাতীয় দল অংশ নেবে। জাতীয় ভলিবল দলের খেলোয়াড়দের চারটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর মেয়েদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ পুলিশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পাটকল কর্পোরেশন। ওয়ালটন গলফ স্পোর্টস রিপোর্টার ॥ টাঙ্গাইলের ঘাটাইলে শুক্রবার রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘ওয়ালটন বিজয় দিবস গলফ টুর্নামেন্ট।’ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আজিজ। রানারআপ হন মেজর পারভেজ। ‘বেস্ট গলফার’ হন মেজর ফিরোজ। টুর্নামেন্টের সেরা পাঁচজনকে ওয়ালটনের পক্ষ থেকে স্মার্টফোন দিয়ে উৎসাহিত করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী।
×