ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় গম্ভীরা উৎসব

প্রকাশিত: ০৫:৩৩, ১৩ ডিসেম্বর ২০১৫

জাতীয় গম্ভীরা উৎসব

স্টাফ রিপোর্টার ॥ ‘গম্ভীরা’ বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা। পশ্চিমবঙ্গের মালদহ জেলার হিন্দুসমাজে গম্ভীরা গানের উৎপত্তি হলেও ১৯৪৭ সালের পর এই লোকসঙ্গীত রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে চলে আসে। পরে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁসহ বিভিন্ন স্থানে এ গান জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণের অন্যতম এই ধারাকে ছড়িয়ে দিতে ঢাকায় প্রথমবারের মতো জাতীয় গম্ভীরা উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছে লোকজ সাংস্কৃতিক সংগঠন ‘দিয়াড়’। সংগঠনসুত্রে জানা গেছে আগামী জানুয়ারি মাসে ঢাকার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই গম্ভীরা উৎসবের আয়োজন করা হবে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি সুরক্ষা, বিকাশ, প্রচার-প্রসার, গবেষণা এবং উৎসবের মাধ্যমে উদযাপনের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করে জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক-সামাজিক সংস্থা ‘দিয়াড়’। এ সংগঠনের উদ্যোগেই এ উৎসবের আয়োজন করা হবে। উৎসব প্রসঙ্গে দিয়াড়ের নতুন কমিটির সদস্য সচিব আনোয়ার হক জানান, শিল্পকলা একাডেমির যে কোন মিলনায়তন বরাদ্দ পাওয়ার পর উৎসবের দিনক্ষণ ঠিক করা হবে। এছাড়া আগামী বছর নবেম্বরে প্রথমবারের জাতীয় আলকাপ উৎসব আয়োজনের কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, সম্প্রতি রাজধানীর শাহবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘দিয়াড়’ এর এক সভায় গম্ভীরা উৎসব আয়োজনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি ওই সভায় মুখলেসুর রহমান মুকুলকে আহ্বায়ক এবং আনোয়ার হককে সদস্যসচিব করে সংগঠনের নতুন কমিটিও গঠন করা হয়। কমিটিতে আরও রয়েছেন- যুগ্ম আহ্বায়ক মেসবাহুর রহমান খসরু ও আবুল কালাম আজাদ এবং সদস্য জাহাঙ্গীর সেলিম, ইফ্ফাত আরা নার্গিস, সুজাতুল আলম কল্লোল, শাহরিয়ার মাহমুদ প্রিন্স, তহুর আহমেদ, রাশিদ পলাশ, আবদুল আওয়াল গনি জোহা, জয়নুল আবেদীন জনী প্রমুখ। এছাড়াও ১০১ সদস্যের জাতীয় কমিটি ও ৫১ সদস্যের পৃষ্ঠপোষক কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
×