ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোশাররফ করিমের ‘লড়াই’

প্রকাশিত: ০৫:৩৩, ১৩ ডিসেম্বর ২০১৫

মোশাররফ করিমের ‘লড়াই’

সংস্কৃতি ডেস্ক ॥ মোশাররফ করিম অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘লড়াই’ ইউটিউব দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন ১০ পর্ব প্রচারের পর নাটকটি দেখতে ইউটিউবে ঢুঁ মেরেছেন আট লাখ ৫০ হাজারের বেশি দর্শক। প্রচার শুরুর এক মাসেরও কম সময়ের মধ্যে ইউটিউবে এত সংখ্যক দর্শকের বাংলা ধারাবাহিক নাটক দেখার ঘটনা এই প্রথম। গত ১৪ নবেম্বর নাটকের প্রথম পর্ব ইউটিউব দর্শকদের জন্য উন্মুক্ত হয়। এরপর থেকেই দেশ বিদেশের দর্শকদের কাছে নাটকটি প্রশংসিত হয়েছে। টেলিভিশনের পাশাপাশি এখন ইউটিউবে ঢুকে জনপ্রিয় নাটকগুলো দেশ বিদেশের দর্শকরা দেখে থাকেন। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, রিচি সোলায়মান, রওনক হাসান, নাদিয়া, জুঁই করিম, আমিরুল ইসলাম, চিত্রলেখা গুহ ওয়াহিদা মল্লিক জলি। মুহাম্মদ মামুন-অর-রশীদ রচিত এবং আল হাজেন পরিচালিত ধারাবাহিক ‘লড়াই’ নাটকটি প্রতি বৃহস্পতি, শুক্র এবং শনিবার বাংলা ভিশনে প্রচার হচ্ছে। নাটকটি প্রযোজনা করেছে কাশবন প্রডাকশন। এ প্রসঙ্গে নাটকের প্রযোজক আবুল কালাম আজাদ বলেন, আমরা অনেক দিন ধরেই দর্শক নন্দিত নাটক উপহার দিয়ে আসছি। এর আগেও ‘অলসপুর’ নাটকটি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় ‘লড়াই’ নির্মাণ করেছি। আশা করছি দর্শকরা আমাদের সঙ্গেই থাকবেন।
×