ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর্ণ বিদ্বেষের শিকার সোনম কাপুর!

প্রকাশিত: ০৫:৩৪, ১৩ ডিসেম্বর ২০১৫

বর্ণ বিদ্বেষের শিকার সোনম কাপুর!

সংস্কৃতি ডেস্ক ॥ বাবা অনিল কাপুরের পরিচয়ে নয় নিজের গ্ল্যামার্স আর অভিনয় দক্ষতার কারণেই বলিউডে আলোচিত অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি সালমান খানের সঙ্গে ‘প্রেম রাতন ধান পায়ে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন সোনম কাপুর। চলচ্চিত্রটি মুক্তির পর থেকে দেদারছে ব্যবসা করছে। এ নিয়ে সালমান খানের সঙ্গে সোনামও উচ্ছ্বসিত। তবে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন সোনম কাপুর। ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় সাম্প্রতিক সময়ে বর্ণ বিদ্বেষের অভিযোগ তুলেছেন সোনম কাপুর। বলিউড এই অভিনেত্রীর বিস্ফোরক দাবি, বিদেশের মাটিতে গায়ের রঙের কারণে বেশ কয়েক বার হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। তিনি বলেন, বিভিন্ন দেশে বেশ কয়েক বার বর্ণবিদ্বেষের শিকার হয়েছি আমি। গায়ের রঙ বাদামি দেখলেই লোকজনের আচরণ বদলে যায়। শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এমনিতেই স্পষ্টভাষী হিসেবে বলিউডে বেশ পরিচিত সোনম। আবারও তাঁর ঠোঁটকাটা চরিত্রের দেখা মিলল। জানালেন, আমাদের সমাজে বাহ্যিক রূপ দেখে মানুষকে বিচার করার প্রবণতা বড়ই বেশি। অসহিষ্ণুতা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও সোনমের মতে, ভারতীয়রা যদি পৃথিবীর যে কোনও প্রান্তে গিয়ে কাজ করতে পারেন, তা হলে অন্যদেরও অধিকার আছে এ দেশে এসে কাজ করার। তবে তাঁর সঙ্গেই তিনি যোগ করেছেন, আজ নয়, ৬০ বছর আগেও ভারতে অসহিষ্ণুতা নেহাত কম ছিল না।
×