ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৫:৩৬, ১৩ ডিসেম্বর ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা

বিষয় : দৈনন্দিন বিজ্ঞান ১.বায়ুতে বা শূন্যস্থানে প্রতিসেকেন্ডে আলোর গতি কত? ক) ৩১০৭ মিটার খ) ৩১০৮ মিটার গ) ৩১০৯ মিটার ঘ) ৩১০১০ মিটার ২. সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ক) ৫০০ সেকেন্ড খ) ৪০০ সেকেন্ড গ) ৪৫০ সেকেন্ড ঘ) ৩২০ সেকেন্ড ৩. আলোর ‘তরঙ্গতত্ত্বের’ প্রবক্তা কে? ক) নিউটন খ) প্লাঙ্ক গ) ম্যাক্রওয়েল ঘ) হাইগেন ৪. নাক, কান ও গলার ভেতরের অংশ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়Ñ সমতল দর্পণ খ) উত্তল দর্পণ গ) অবতল দর্পণ ঘ) কোনটিই নয় ৫. হীরকের প্রতিসরাংক কত? ক) ২.৪ খ) ২.০০ গ) ১.৫ ঘ) ১.৪৭ ৬. সবুজ ও লাল রং মিলে কোন রং তৈরি হয়? ক) সাদা খ) ম্যাজেন্টা গ) হলুদ ঘ) কালো ৭. নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়? ক) কাঁচা লোহা খ) ইস্পাত গ) দস্তা ঘ) কোবাল্ট ৮. ধনাত্বক আধানযুক্ত রশ্মি কোনটি? ক) আলফা খ) বিটা গ) গামা ঘ) কোনটিই নয়। ৯. ফিউশন প্রক্রিয়ায় কত সেন্টিগ্রেড তাপ উৎপন্ন হয়? ক) ১০৫ সেন্টিগ্রেড খ) ১০৮ সেন্টিগ্রেড গ) ১০১১ সেন্টিগ্রেড ঘ) ১০১৫ সেন্টিগ্রেড ১০. সবচেয়ে শক্তিশালী বোমা কোনটি? ক) হাইড্রোজেন বোমা খ) পারমাণবিক বোমা গ) নাপাম বোমা ঘ) কোনটিই নয়। ১১. টলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়Ñ ক) শব্দ শক্তি খ) আলোক শক্তি গ) তড়িৎ শক্তি ঘ) চৌম্বক শক্তি ১২.এক গুচ্ছ নক্ষত্রকে কি বলা হয়? ক) সৌরজগত খ) ছায়াপথ গ) আকাশ গঙ্গা ঘ) লুব্ধক ১৩.কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইট =কত বাইট? ক) ১০০০১০০০ খ) ১০২৪১০২৪ গ) ১০৩২১০৩২ ঘ) ১০০১০০ ১৪. বশিুদ্ধ পানি বিদ্যুৎ ক) কুপরিবাহী খ) সুপরিবাহী গ) অতিপরিবাহী ঘ) কোনটিই নয় ১৫. দুটি আইসোটপের সমান নয়। ক) পারমাণবিক সংখ্যা খ) ভর সংখ্যা গ) ইলেকট্রন সংখ্যা ঘ) রাসায়নিক ধর্ম ১৬.গাড়ির টায়ার প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়? ক) প্লাস্টিক খ) পলিথিন গ) রেয়ন ঘ) সেলুলেজ ১৭. কার্বনডাই অক্সাইড গ্যাস কত তাপমাত্রায় কঠিন পদার্থে পরিণত হয়? ক) -৭০০সে. খ) -৭৫০সে. গ) -১০০০সে. ঘ) -৭৮০সে. ১৮. অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে ক) তরল অ্যামোনিয়া খ) তরল অক্সিজেন গ) তরল কার্বন-ডাই অক্সাউড ঘ) কোনটি নয় ১৯. মিয়োসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যারÑ ক) দ্বিগুণ খ) সমান গ) অর্ধেক ঘ) চারগুণ ২০.সালোক সংশ্লেষণের জন্য অত্যানুকূল তাপমাত্রাÑ ক) ১৮০-২০০ সেলসিয়াস খ) ২২০-৩৫০ সেলসিয়াস গ) ২৫০-৩০০ সেলসিয়াস ঘ) ৩৫০-৪৫০ সেলসিয়াস ২১. নিচের কোনটি উদ্ভিদের মুখ্য খাদ্য উপাদান? ক) ম্যাংগানিজ খ) দস্তা গ) বোরন ঘ) গন্ধক ২২. ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? ক) পরিফেরা খ) প্লাটিহেল মিনথিস গ) এ্যানিলেজ ঘ) মলাস্কা ২৩.মানব দেহে খনিজ লবণের পরিমাণ মোট ওজনেরÑ ক) ১৫% খ) ১৪% গ) ১০% ঘ) ৪% ২৪. ইনসুলিন প্রথম আবিষ্কৃত হয় ক) জার্মানিতে খ) কানাডায় গ) আমেরিকায় ঘ) ফ্রান্সে ২৫. কুষ্ঠরোগ একটিÑ ক) ব্যাকটেরিয়াজনিত রোগ খ) ভিটামিনের অভাবজনিত রোগ গ) ভাইরাসজনিত রোগ ঘ) হরমোনের অভাব জনিত রোগ উত্তর: ১.খ ২.ক ৩.ঘ ৪.গ ৫.ক ৬.গ ৭.গ ৮.ক ৯.খ ১০.ক ১১.গ ১২.খ ১২.খ ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.ঘ ১৮.গ ১৯.গ ২০.খ ২১.ঘ ২২.খ ২৩.ঘ ২৪.ক ২৫.ক ১. কম্পাঙ্কের একক- ক) ওয়েবার খ) হার্ঢস গ) ডায়াপ্টার ঘ) লাক্স ২.‘ক্যান্ডেলা’ কিসের একক? ক) দীপন ক্ষমতা খ) চৌম্বক আবেশ গ) আলোক ফ্লাক্সের ঘ) রোধের ৩.১ ট্রিলিয়ন কত টাকা? ক) একশত কোটি খ) দশ লক্ষ কোটি গ) এক লক্ষ কোটি ঘ) এক হাজার কোটি ৪. অভিকর্ষজ ত্বরণ কোন বিষয়ের উপর নির্ভর করে না? ক) পৃথিবীর ভর খ) পৃথিবীর ব্যাসার্ধ গ) বস্তুর উচ্চতা ঘ) বস্তুর ভর ৫. কোন বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে বলে বস্তুটির ক) ভর খ) শক্তি গ) মাধ্যাকর্ষণ বল ঘ) ওজন ৬. কোন ডুবন্ত বস্তুর ওজন সমআয়তন তরলের ওজনেরÑ ক) বেশি খ) কম গ) সমান ঘ) দ্বিগুণ ৭. তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটানÑ ক) হ্রাস পায় খ) বৃদ্ধি পায় গ) অপরিবর্তিত থাকে ঘ) কোনটিই নয় ৮. তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি? ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ৯. তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কয়টি? ক) পরিবহন খ) পরিচলন গ) বিকিরণ ঘ) কোনটিই নয় ১০. যদি চাঁদে প্রচ- বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শুনা যাবে? ক) তৎক্ষণাৎ খ) ৬০ সেকেন্ড গ) ৬০ মিনিটে ঘ) কখনো শুনা যাবে না। ১১. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি? ক) বায়ুম-লীয় প্রতিসরণ খ) বিচ্ছুরণ গ) অপবর্তন ঘ) দৃষ্টিভ্রম ১২. বিবর্ধক কাচ কোন ধরনের বিশ্ব গঠন করে? ক) উল্টো ও খর্বিত খ) সোজা ও বিবর্ধিত গ) উল্টো ও বিবর্ধিত ঘ) সোজা ও খর্বিত ১৩. আমাদের দর্শানুভূতি কোন বর্ণ- অঞ্চলে সবচেয়ে বেশি? ক) লাল- কমলা খ) বেগুনি- আকাশি গ) হলুদ- সবুজ ঘ) নীল- আসমানী ১৪.‘অধায়ু’ বিষয়টি নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? ক) ধাতব মৌলের ক্ষেত্রে খ) তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে গ) অধাতব মৌলের ক্ষেত্রে ঘ) গ্যাসীয় মৌলের ক্ষেত্রে ১৫. মূলত মাল্টি মিডিয়ার মিডিয়া কয়টি? ক) ২টি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ১৬. কোনটি জারক পদার্থ নয়? ক) হাইড্রোজেন খ) অক্সিজেন গ) ক্লোরিন ঘ) পটাসিয়াম ডাই-ক্সোমেট ১৭. হ্যালোজেন মৌলসমূহের শেষ খোলসে ইলেক্ট্রনের সংখ্যা কতটি? ক) ৫টি খ) ৯টি গ) ৭টি ঘ) ৩টি ১৮. গ্রাফাইটের আপেক্ষিক গুরুত্ব কত? ক) ১.৭৪ খ) ২.৭ গ) ২.২৫ ঘ) ৩.৫১ ১৯.‘ওপযঃযুড়ষড়মু’ কি সম্পর্কিত বিদ্যা? ক) ভূ- প্রকৃতি খ) পাখি পালন গ) মাছ ঘ) কীটপতঙ্গ ২০.‘অমৎড়ংঃড়ষড়মু’ কি সম্পর্কিত বিদ্যা? ক) জলশেয় খ) রেশম চাষ গ) ঘাস ঘ) মৎস্য চাষ ২১.নিচের কোনটি উঘঅ-এর নাইট্রোজেন বেস নয়? ক) অ্যাডেনিন খ) গুয়ানিন গ) যায়ামিন ঘ) ইউরাসিল ২২. ব্যাকটেরিয়া আবিষ্কৃৃত হয়Ñ ক) ১৬৭৫ সালে খ) ১৬৮০ সালে গ) ১৭৩২ সালে ঘ) ১৮৩২ সালে ২৩. কোনটি মূল? ক) কচু খ) গোল আলু গ) শালগম ঘ) আদা ২৪. একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করেÑ ক) অঙ্গ খ) কলা গ) জীব ঘ) অণু ২৫. প্রাণীজগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে? ক) জুওলজি খ) বায়োলজি গ) ইভোলিউশন ঘ) জেনেটিক্স উত্তর: ১.খ ২.ক ৩.গ ৪.ঘ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.খ ৯.গ ১০.ঘ ১১.ক ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.গ ১৯.গ ২০.গ ২০.গ ২১.ঘ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.গ
×