ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে সাহিত্য পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত লেখক জামালউদ্দিন সালি

প্রকাশিত: ০৫:৪০, ১৩ ডিসেম্বর ২০১৫

সিঙ্গাপুরে সাহিত্য পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত লেখক জামালউদ্দিন সালি

ভারতীয় বংশোদ্ভূত লেখক জামালউদ্দিন মোহাম্মদ সালিকে (৭৬) চলতি বছরের মর্যাদাপূর্ণ সাউথ ইস্ট এশিয়া রাইট এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। তার লেখা ৫৭টি বই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। শনিবার সিঙ্গাপুরের এক পত্রিকায় এ খবর বেরোয়। খবর পিটিআইয়ের। সালি সোমবার ওই পুরস্কার গ্রহণ করবেন। তিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে লেখালেখি করছেন। তিনি ইতোপূর্বে সিঙ্গাপুরের মর্যাদাপূর্ণ কালচারাল মেডালিয়ুন ও তামিলনাড়ুর কয়েকটি পুরস্কারসহ বেশকিছু সাহিত্য পুরস্কার পান। তিনি জেএম সালি নামেই বেশি পরিচিত। তিনি ৫৭টি বই, ৮০টি নাটক ও চার শতাধিক ছোটগল্প লিখেছেন। তার কিছু লেখা সিঙ্গাপুর ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে তামিল সাহিত্যের ছাত্ররা অধ্যয়ন করে থাকে। পান বিক্রেতা ও গৃহবধূর ছেলে সালি ১৯৩৯ সালে মাদ্রাজে জন্মগ্রহণ করেন।
×