ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার নৌকা প্রার্থীর

প্রকাশিত: ০৬:২৯, ১৩ ডিসেম্বর ২০১৫

হবিগঞ্জে পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার নৌকা প্রার্থীর

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১২ ডিসেম্বর ॥ বিদ্রোহী থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করছেন। শুধু দিনেই নয়, রাত গভীর হলেও থেমে নেই তার বা নিজ কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের বিরামহীন প্রচার। দিন আর রাত মিলিয়ে প্রতিদিন অন্তত ৫-৭টি ঘরোয়া সভা, উঠান বৈঠক হচ্ছেই। এসব প্রচারণায় প্রতিশ্রুতি ও সম্ভাবনাময় আশ্বাস হিসেবে দেয়া হচ্ছে এই প্রার্থীর ভাবনায় পৌরসভার অভ্যন্তরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- ত্বরান্বিত করা আর শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী, অভিভাবক ও সুশীল সমাজের কর্ণধারদের মতামতের ওপর ভিত্তি করে মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করা। সেলিমের পুরো বক্তব্যজুড়েই মূলত আসছেÑ আর আশ্বাস নয়, প্রকৃত অর্থেই একজন জনপ্রতিনিধির মন নিয়ে পৌর নাগরিকদের কল্যাণে নিজেকে নিবেদিত করার এক আস্থাশীল প্রতিশ্রুতি। এদিকে, সেলিমের এমন ব্যতিক্রমী প্রতিশ্রুতির কারণে ভোটাররা যেমন তাদের ভোট প্রয়োগ নিয়ে রীতিমতো ভাবনায় পড়েছেন, তেমনি বিএনপিসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও বেজায় চিন্তিত। এমনি প্রেক্ষাপটে জনস্বার্থ বিবেচনায় এ প্রতিনিধিকে সেলিম বললেন, তার বিশ্বাস সম্মানিত ভোটারা এবার আর ভুল করবেন না। ভোটাররা অতীতে অনেক প্রার্থীকে বিশ্বাস করে তেমন কোন উন্নয়ন পাননি। পৌর শহর হবিগঞ্জকে চোখ দিয়ে ভাল করে ঘুরে দেখলে ভোটাররা অবশ্যই বুঝতে পারবেন, এবার প্রয়োজন নতুন ভাবনায় সত্যিকারের সমাজসেবককে ভোট দিয়ে তাদের দাবি বাস্তবায়ন করা।
×