ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে ভাই প্রার্থী ॥ বিপাকে আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ০৬:২৯, ১৩ ডিসেম্বর ২০১৫

বোয়ালমারীতে ভাই প্রার্থী ॥ বিপাকে আওয়ামী লীগ নেতা

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১২ ডিসেম্বর ॥ মেয়র প্রার্থী নিয়ে বিপাকে পড়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। অন্যদিকে বিরোধী প্রার্থী হয়েছেন এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার আপন ছোট ভাই পৌর আ’লীগের সদস্য মোজাফফর হোসেন বাবলু মিয়া। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উভয়ের মধ্যে সমঝোতার চেষ্টা চললেও তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা খুবই কম বলে ধারণা করা হচ্ছে। মনোনয়ন প্রসঙ্গে সভাপতির অভিযোগ অস্বীকার করে এমপি আব্দুর রহমান বলেন, মনোনয়ন আমি দেইনি। মনোনয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন। দলের সিদ্ধান্ত মেনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সভাপতিকে অনুরোধ করছি। তিনি আরও বলেন, দলের সিদ্ধান্ত না মানলে দল তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেবে। উপজেলা সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল বলেন, দলের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে দল থেকে পুরস্কার হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে। সভাপতির কাছে গিয়েছিলাম। আশা করি তিনি তার ভাইকে প্রত্যাহার করে নেবেন। ভিপি নাছিমুজ্জামান খান কর্মী সমর্থকদের নিয়ে আ’লীগের প্রার্থী শাহজাহান মীরদাহ পিকুলের হাত ধরে নৌকা মার্কার পক্ষে সমর্থন দেন।
×