ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জমে উঠেছে পটিয়া পৌর নির্বাচনের প্রচার

প্রকাশিত: ০৬:৩০, ১৩ ডিসেম্বর ২০১৫

জমে উঠেছে পটিয়া  পৌর নির্বাচনের প্রচার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১২ ডিসেম্বর ॥ পৌরসভা নির্বাচনের বাকি আর মাত্র ১৭ দিন। এ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় চলছে উৎসবমুখর পরিবেশে প্রচারের কাজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ব্যস্ততম সময় কাটাচ্ছেন। আওয়ামী লীগ মনোনীত একক মেয়রপ্রার্থী ও বর্তমান পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, জাতীয় পার্টির মনোনীত একক মেয়রপ্রার্থী শামসুল আলম মাস্টার, বিএনপি মনোনীত মেয়রপ্রার্র্থী তৌহিদুল আলম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ ইব্রাহিম ওয়ার্ডভিত্তিক পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রচার চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে পটিয়ায় মূলত ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। গত পাঁচ বছর বর্তমান মেয়র ও পৌরসভা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- ভোটারদের কাছে তুলে ধরে মন জয় করার চেষ্টা করছেন। অপরদিকে বিএনপির প্রার্থী তৌহিদুল আলম পৌর এলাকায় জলাবদ্ধ নিরসন ও দৃশ্যনীয় উন্নয়ন হয়নি বলে দাবি করেন। তাছাড়া আগামী পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে হলে তার অবশ্যই জয় বলে আশাবাদী। তবে জাতীয় পার্টির একক মেয়রপ্রার্থী ও পৌরসভার সাবেক চেয়ারম্যান শামসুল আলম মাস্টার তার বিগত সময়ের বিভিন্ন উন্নয়ন ভোটারদের কাছে তুলে ধরে পুনরায় তাকে নির্বাচিত করে পৌরসভাকে একটি আধুনিক মডেল শহরে রূপান্তর করতে সকলের সহযোগিতা কামনা করেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ ইব্রাহিম বলেন, বিএনপি থেকে অযোগ্য এক মেয়রপ্রার্থী দিয়েছেন, যা আমাদের জন্য খুবই দুঃখজনক। উন্নয়নের স্বার্থে তাকে পৌরসভা নির্বাচনে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আকুতি জানাচ্ছেন। পটিয়া পৌরসভা আওয়ামী লীগের একক মেয়রপ্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ শনিবার সকালে পৌরসভার সুচক্রদন্ডী, মুন্সেফবাজার, মিলন মন্দির, পল্লী মঙ্গলসহ ২নং ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দিন আহমদ, পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলমগীর, অধ্যাপক অভিজিত বড়ুয়া মানু, শাহাদাত হোসেন রানা, কিশোর দাশ প্রমুখ।
×