ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে অধিকাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ॥ দাবি বিএনপির

প্রকাশিত: ০৬:৩০, ১৩ ডিসেম্বর ২০১৫

বরিশালে অধিকাংশ  কেন্দ্র ঝুঁকিপূর্ণ ॥ দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার ছয়টি পৌরসভার নির্বাচনে অধিকাংশ ভোট কেন্দ্র নানা সমস্যায় জর্জরিত। এক ডজন ভোট কেন্দ্রে নেই বিদ্যুত সংযোগ। কোন কোন কেন্দ্রে নেই সীমানা প্রাচীর। এ অবস্থায় নির্বাচনের দিন জরাজীর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা করছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও তাদের সমর্থকরা। সূত্রমতে, নবগঠিত উজিরপুর পৌরসভার নির্বাচনে ভোট কেন্দ্র রয়েছে ৯টি। এর মধ্যে মাহার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রসুলাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিদ্যুত নেই। চারটি কেন্দ্রে নেই সীমানা প্রাচীর। রসুলাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র টিনশেড ও দরজা-জানালা নেই। এমন জরাজীর্ণ কেন্দ্র হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার বিএনপি দলীয় মেয়র প্রার্থী ও তার সমর্থক ভোটাররা। উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার জসিম উদ্দিন অবশ্য বলেছেন, যেসব কেন্দ্রে বিদ্যুত নেই, জরাজীর্ণ সেগুলো উপযোগী করা হবে। বাউন্ডারি না থাকলে চারশ’ গজের সীমানার মধ্যে লাল পতাকা উড়িয়ে ভোট নেয়া হবে। বানারীপাড়া পৌর নির্বাচনের ৯টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে বিদ্যুত সংযোগ নেই। এগুলো হচ্ছে ৭নং ওয়ার্ডের বাঁশতলা এলাকার আবদুর রউফের বাড়ির পূর্ব পাশে টাওয়ারের নিচে। অনেকটা ডোবা স্থানটি ইতোমধ্যে বালু ফেলে ভরাট করা হচ্ছে। ৮নং ওয়ার্ড রায়েরহাট কালীমন্দিরের সামনের ভোট কেন্দ্রে নেই আবাসন ব্যবস্থা। এছাড়া ওই পৌরসভার তিনটি কেন্দ্রে সীমানা প্রাচীরও নেই। কুন্দিহার কেন্দ্রের অবস্থাও জরাজীর্ণ। গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এ বিষয়ে রিটার্নিং অফিসারের সঙ্গে কথা হয়েছে। মুলাদী পৌর নির্বাচনে ৯টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে বিদ্যুত নেই। এগুলো হচ্ছে মহিষগুদি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চরডিগ্রি প্রাথমিক বিদ্যালয় ও চরডিগ্রি সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়া সাতটিতে নেই বাউন্ডারি দেয়াল। গৌরনদীর ১৩টি ভোট কেন্দ্রের মধ্যে আশোকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিদ্যুত সংযোগ নেই। পুলিশের তথ্যমতে, জরাজীর্ণ হওয়ায় এখানে ভোট নেয়া অনেকাংশেই উপযোগী নয়। মৎস্য উৎপাদন খামার কেন্দ্রটিও জরাজীর্ণ। এছাড়া তিনটি কেন্দ্রে নেই সীমানা প্রাচীর। মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনে ৯টি কেন্দ্রের মধ্যে তিনটিতে বিদ্যুত সংযোগ নেই। এগুলো হচ্ছে কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়, বদরপুর প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ও দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার। এছাড়া বাউন্ডারি দেয়াল নেই ছয়টি কেন্দ্রে। এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার আবদুল হালিম খান বলেন, যেখানে কোন প্রতিষ্ঠান নেই সেখানকার খোলা জায়গায় তাঁবু টানিয়ে ভোট কেন্দ্র করা হবে। এছাড়া বিদ্যুত একেবারে না দেয়া সম্ভব হলে বিকল্প ব্যবস্থা করা হবে। ঝুঁকির আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা থাকবে।
×