ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে চা-স্টল সরগরম

প্রকাশিত: ০৬:৩২, ১৩ ডিসেম্বর ২০১৫

বাঁশখালীতে চা-স্টল সরগরম

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১২ ডিসেম্বর ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থী। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা করছেন। পাশাপাশি ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থীদের পক্ষে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারদের বিভিন্ন কৌশলে মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। তাছাড়া গ্রাম, পাড়া, মহল্লার ছোট ছোট চায়ের দোকানগুলো এখন সরগরম হয়ে উঠছে। গভীর রাত পর্যন্ত দোকানিরা তাদের চায়ের পসরা খুলে বসেছে পাড়া-মহল্লায়। প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারের চতুর্থ দিন শনিবার পর্যন্ত আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ সেলিমুল হক চৌধুরী পৌরসভার ৩নং ওয়ার্ডে গণসংযোগ চালান। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোছাইনী প্রকাশ্যে প্রচার না চালালেও গভীর রাত পর্যন্ত গ্রাম, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। সব মিলিয়ে পৌর সদরের সর্বত্র এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। নির্বাচনকে ঘিরে সাধারণ ভোটার থেকে শুরু করে সুশীল প্রতিনিধিরা পর্যন্ত হিসাব-নিকাশ চালিয়ে যাচ্ছেন কে হবেন বাঁশখালী পৌরসভার আগামী অভিভাবক।
×