ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কুল ব্যাংকিংয়ে সাফল্যের স্বীকৃতি

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ ডিসেম্বর ২০১৫

স্কুল ব্যাংকিংয়ে সাফল্যের স্বীকৃতি

২০১১ সালে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে ‘স্কুল ব্যাংকিং’ কার্যক্রম যাত্রা শুরু করে। প্রথম বছরে ক্ষুদে শিক্ষার্থীদের আমানতের পরিমাণ ছিল যেখানে ত্রিশ কোটি, এই পাঁচ বছরে তা বেড়ে প্রায় ৮শ’ কোটি টাকা হয়েছে। স্কুল ব্যাংকিংয়ের এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ চাইল্ড এ্যান্ড ইয়ুথ ফাইন্যান্স ইন্টারন্যাশনাল কর্তৃক পুরস্কার লাভ করেছে বাংলাদেশ। সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন চলতি অর্থবছরের পাঁচ মাস কেটে গেলেও এডিপি বাস্তবায়নে তেমন কোন অগ্রগতিই দেখা যাচ্ছে না। তিন বছরের মধ্যে এডিপি বাস্তবায়নের হার সর্বনি¤œ পর্যায়ে পৌঁছেছে। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই থেকে নবেম্বর এই ৫ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ১৭ শতাংশ। যা ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে ছিল ২০ শতাংশ এবং ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-নবেম্বরে ছিল ১৯ শতাংশ।
×