ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা খতিয়ে দেখতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ০৮:০৯, ১৩ ডিসেম্বর ২০১৫

না’গঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা খতিয়ে দেখতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১২ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জে নকল করার অভিযোগে বহিষ্কার, শিক্ষকদের মারধর ও ভর্ৎসনা করার অভিযোগে স্কুলছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসককে টেলিফোনে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সম্পর্কে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ে জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞাকে এই নির্দেশ দেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী বিকেলে নগর ভবনের পেছনে ছোট ভগবানগঞ্জ এলাকায় অবস্থিত নিহত ওই শিক্ষার্থীর বাড়িতে যান। পরে তারা ওই বাড়ির মালিক ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পান। এদিকে ঘটনার তিন দিন পর নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার বিষয়টি পুলিশকে জানালেও তারা কোন আগ্রহ দেখায়নি।
×