ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানসিক স্বাস্থ্য আইন দ্রুত প্রণয়ন করতে হবে ॥ সায়মা ওয়াজেদ

প্রকাশিত: ০৮:১১, ১৩ ডিসেম্বর ২০১৫

মানসিক স্বাস্থ্য আইন  দ্রুত প্রণয়ন করতে হবে ॥ সায়মা ওয়াজেদ

স্টাফ রিপোর্টার ॥ মানসিক স্বাস্থ্য আইন দ্রুত প্রণয়নের তাগিদ দিয়েছেন অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। তিনি বলেন, মানসিক স্বাস্থ্য ও অটিজম শুধু পারিবারিক নয়, এটি সমাজ ও দেশের জন্য বড় সমস্যা। তাই মানসিক স্বাস্থ্য নিয়ে সবাইকে একযোগে কাজ করার পাশাপাশি মানুষকে এ বিষয়ে সচেতন করে তুলতে হবে। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকিয়াট্রি-২০১৫’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দ্রুত এ আইনটি প্রণয়নের আশ^াস দিয়েছেন। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ওই আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এছাড়া আগামী জানুয়ারিতে সংসদে আইন পাসের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, দেশের সব সরকারী হাসপাতালে মানসিক রোগী, অটিস্টিকদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সসহ দক্ষ জনবল নিয়োগ দেয়া হবে। একইসঙ্গে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকে মানসিক রোগ ও অটিস্টিক শিশুদের চিকিৎসা দেয়া হবে। দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে মানসিক স্বাস্থ্য বিষয়ে ২৫টি প্রতিবেদন ও নিবন্ধ উপস্থাপন করা হয়। সম্মেলনে দেশ-বিদেশে চার শতাধিক চিকিৎসক ও বিশেষজ্ঞ অংশগ্রহণ করেছেন।
×