ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডুনেডিনে জিততে শ্রীলঙ্কার প্রয়োজন ২৯৭ রান ॥ নিউজিল্যান্ডের ৭ উইকেট

প্রকাশিত: ১৮:৫৩, ১৩ ডিসেম্বর ২০১৫

ডুনেডিনে জিততে শ্রীলঙ্কার প্রয়োজন ২৯৭ রান ॥ নিউজিল্যান্ডের ৭ উইকেট

অনলাইন ডেস্ক ॥ ডুনেডিন টেস্ট বৃষ্টির জন্য আজ চতুর্থ দিন খেলার আরও প্রায় ১৯ ওভার বাঁকি থাকতে আজকের দিনের খেলা সমাপ্তি ঘোষনা করা হয়। এই সময় শ্রীলঙ্কা ৩ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ড গতকালের ১ উইকেটে ১৭১ রান নিয়ে আজ আবার খেলা শুরু কলে। আজ দ্রুত গতিতে রান তুলতে থাকে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দলের রান যখন ৩ উইকেটে ২৬৭ তখন ইনিংস ঘোষনা করে নিউজিল্যান্ডের অধিনায়ক ম্যাককুলাম। নিউজিল্যন্ডের পক্ষে অপেনার ব্যাটসম্যান লাথাম ১০৯ রানে অপরাজিত থাকে। ৪০৫ রানের পিছিলে থেকে শ্রীলঙ্কা বৃষ্টির কারণে প্রায় এক ঘন্টা আগে শেষ হওয়ার ম্যাচে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। গতকাল শেষ দিনে খেলা শুরু হবে নির্ধরিত সময়ের প্রায় ৩০ মিনিট আগে। দেখার বিষয় গতকাল জেতার জন্য শ্রীলঙ্কা আরও ২৯৭ রান করতে পারে কি না বা নিউজিল্যন্ড ৭ উইকেট নিতে পারে কি না। তবে শেষ দি নম্যাচ জমে উঠবে এই ধারনা অমুলক নয়।
×