ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ ॥ বন কর্মকর্তা মো. ইউসুফ আলী কারাগারে

প্রকাশিত: ২০:০৯, ১৩ ডিসেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধ ॥ বন কর্মকর্তা মো. ইউসুফ আলী কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের বন কর্মকর্তা মো. ইউসুফ আলী (৫৮) ওরফে এ কে এম ইউসুফ আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের মামলায় মুক্তিযুদ্ধের সময় ইউসুফ আলী আলবদর বাহিনীতে ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ রবিবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হায়দার আলী ও সায়েদুল হক সুমন এ সময় আদালতে উপস্থিত ছিলেন। এর আগে সকালে ইউসুফ আলীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ ডিসেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ৯ ডিসেম্বর রাতেই সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।
×