ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ ॥ মৌলভীবাজারের আকমলকে সেফহোমে জিজ্ঞাসাবাদ ২০ ডিসেম্বর

প্রকাশিত: ২০:২৮, ১৩ ডিসেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধ ॥  মৌলভীবাজারের আকমলকে সেফহোমে জিজ্ঞাসাবাদ ২০ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত মৌলভীবাজারের রাজনগরের আকমল হোসেন তালুকদারকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাকে আগামী ২০ ডিসেম্বর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয় সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটররা। আজ রবিবার প্রসিকিউটর আকমলকে সেফহোমে জিজ্ঞাসাবাদের আবেদন জানালে ২০ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। গত ২৬ নভেম্বর প্রসিকিউশনের আবেদনক্রমে একই মামলায় মৌলভীবাজারের রাজনগরের চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওইদিনই রাজনগর উপজেলার পাঁচগাঁও এলাকার নিজ বাড়ি থেকে আকমল হোসেন তালুকদারকে (৭৮) গ্রেফতার করে পুলিশ। তিনি মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল। পালিয়ে যাওয়ার আশঙ্কায় বাকি আসামিদের নাম-পরিচয় প্রকাশ করেননি প্রসিকিউশন। ২৯ নভেম্বর আকমলকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়ে দেন ট্রাইব্যুনাল।
×