ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে দেশের মানবাধিকার বিষয় নিয়ে বললেন এ্যাড. সুলতানা কামাল

প্রকাশিত: ২০:৩০, ১৩ ডিসেম্বর ২০১৫

সাভারে দেশের মানবাধিকার বিষয় নিয়ে বললেন এ্যাড. সুলতানা কামাল

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও শালিশ কেন্দ্রের নিবার্হী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, খুন, গুম, অপহরণের শেষটা তখনি হবে যখন রাষ্ট্রীয়ভাবে, নীতিগতভাবে এটার একটা স্বীকৃতি থাকবে এবং সেটা বন্ধ করার এক স্বক্রিয় প্রচেষ্টা থাকবে । রবিবার সকালে তিনদিনব্যাপী সাভার মডেল থানাধীন খাগান এলাকায় ব্র্যাক সিডিএমএ মানবাধিকার সম্মেলন-২০১৫ সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তিনদিনব্যাপী এ মানবাধিকার সম্মেলনে বাংলাদেশের ১৬টি জেলার আড়াই’শ নারী ও পুরুষ মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।
×