ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মণিরামপুর পৌরসভা নির্বাচন ঘিরে আওয়ামী লীগ একাট্টা

প্রকাশিত: ২১:৫৭, ১৩ ডিসেম্বর ২০১৫

মণিরামপুর পৌরসভা নির্বাচন ঘিরে আওয়ামী লীগ একাট্টা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আগামী ৩০ ডিসেম্বর বুধবার যশোরের মণিরামপুর পৌরসভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থবরের মত নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে ৩, সংরক্ষিত ৩টি মহিলা আসনের বিপরীতে মহিলা কাউন্সিলর পদে ৭ ও ৯টি সাধারণ কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী মাঠে রয়েছেন। এ কারণে পৌরসভাব্যাপী এখন শুধুই নির্বাচনী আমেজ ও উৎকন্ঠা ভোটারদের মাঝে। অফিস পাড়া থেকে শুরু করে রাস্তার মোড়ে-মোড়ে, হোটেল-রেস্তরা ও চায়ের দোকান গুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের ভোটের হিসেব-নিকাশ ও চুলচেরা বিশ্লেষন। এ ক্ষেত্রে কাউন্সিলর প্রার্থীর থেকে মেয়র প্রার্থীর আলোচনা প্রাধান্য পাচ্ছে বেশী। ৩ জন মেয়র প্রার্থীর মধ্যে সবখানেই আলোচনায় উঠে আসছে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান ও বিএনপি উপজেলা সভাপতি ও বর্তমান মেয়র এ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের মধ্যে তুমুল প্রতিদ্বিতার কথা। আবার নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী থাকলেও তিনি বিশেষ একজন প্রার্থীর ডামী প্রার্থী হিসেবে ব্যবহৃত হচ্ছেন সে বিষয়টিও আলোচনায় প্রাধান্য পাচ্ছে। আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা ও জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি বাবুল করিম বাবলু বলেন, গত দু’বার আওয়ামী লীগের লবিং-গ্রুপিং এবং সুবিধা ভোগী আওয়ামী লীগের রাজনৈতিক মূলধারা থেকে বিছিন্ন বির্তকিত কিছু দুষ্টু চক্রের কারণে মণিরামপুর পৌর মেয়র পদটিতে বিএনপি সভাপতি শহীদ ইকবাল দখল করতে সক্ষম হয়। কিন্তু এবার অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন। মণিরামপুর আওয়ামী লীগ অতীতের সব ভুল বুঝাবুঝিকে ঝেড়ে ফেলে এক কাতারে সমবেত হয়েছে।
×