ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বর্নাঢ্য আয়োজনে নীলফামারীতে পাক হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ২২:৪৯, ১৩ ডিসেম্বর ২০১৫

বর্নাঢ্য আয়োজনে নীলফামারীতে পাক হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ ‘জয় বাংলা শ্লোগানে শ্লোগানে কম্পিত করে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারী হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। আজ রবিবার সকালে ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স চত্ত্বর থেকে সদর উপজেলা প্রশাসন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ আয়োজনে বিশাল জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সহ একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক জাকীর হোসেনের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এাডঃ মমতাজুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফজলুল হক, সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ইউএনও সাবেত আলী, মহিলা ভাইসচেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী ,জেলার সকল মুক্তিযোদ্ধা, মক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উল্লেখ যে ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর ভোরে নীলফামারী পাক হানাদার মুক্ত হয়।
×