ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে ইসকন মন্দিরে হামলা - মেনন

প্রকাশিত: ২৩:৪০, ১৩ ডিসেম্বর ২০১৫

ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে ইসকন মন্দিরে হামলা - মেনন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাওয়ের রানীশংকৈল কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড মরহুম সোহরাব আলীর স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বে-সামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সেলিনা জাহান লিটা এমপি সহ স্থানীয় আওয়ামীলীগ ও ন্যাপের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে ধর্মের নামে দিনাজাপুরের জয়নন্দে ইসকন মন্দিরে হামলা চালানো হয়েছে। সহজ সরল মানুষদের বিভ্রান্ত করে যখন বোমা ফাটিয়ে, গুলি চালিয়ে নৈরাজ্যেকর পরিবেশ তৈরী করা হয় তখন তা মেনে নেওয়া যায় না।
×