ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হ্যাপির লাশ তুলে পুনঃময়নাতদন্তের নির্দেশ

প্রকাশিত: ২৩:৪১, ১৩ ডিসেম্বর ২০১৫

হ্যাপির লাশ তুলে পুনঃময়নাতদন্তের নির্দেশ

অনলাইন রিপোর্টার ॥ হাই কোর্ট মাদারীপুরে কিশোরী হ্যাপির (১৫) লাশ তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে, যাকে অপহরণের পর নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। হ্যাপির মায়ের করা এক আবেদনের শুনানি করে রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। মামলার নথি থেকে জানা যায়, ১৩ অগাস্ট মাদারীপুর সদরের মোস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী সুমাইয়া (১৪) ও তার সহপাঠী প্রতিবেশী হ্যাপি (১৫) স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর বিকালে মাদারীপুর হাসপাতালে তাদের লাশ পাওয়া যায়। সুমাইয়া আক্তার মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের বিল্লাল শিকদারের এবং হ্যাপি একই গ্রামের হাবিব খানের মেয়ে। ওই ঘটনায় ওইদিনই সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার বাদী হয়ে ৫/৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এরপর হ্যাপির মা মুক্তা বেগম তার মেয়েকে ধর্ষণ করে হত্যার অভিযাগ এনে ১৩ সেপ্টেম্বর আদালতে মামলা করেন। তিনি লাশ তুলে পুনরায় ময়নাতদন্তের জন্য আবেদন জানালে ১৮ অক্টোবর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে তা খাজির হয়। ওই আদেশের বিরুদ্ধে ১৫ নভেম্বর আপিল করেন হ্যাপির মা, যার ওপর শুনানি নিয়ে রবিবার হাইকোর্ট আদেশ দিল।
×