ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধনীদের কর হার বাড়ানো কৌশিক বসুর পরামর্শ

প্রকাশিত: ০২:১৪, ১৩ ডিসেম্বর ২০১৫

ধনীদের কর হার বাড়ানো কৌশিক বসুর পরামর্শ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সারা বিশ্বের মতো বাংলাদেশে ধনী-গরিবের বৈষম্য বাড়ছে। এ বৈষম্য কমাতে ধনীদের উপর অধিক করারোপের পরামর্শ দিয়েছেন বিশ্ব ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট কৌশিক বসু। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবিবার গণবক্তব্যে তিনি এ কথা বলেন। কৌশিক বসু বলেন, বিশ্বব্যাপী ধনী-গরিবের বৈষম্য বাড়ছে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে গরিবদের জন্য কাজ করতে হবে। কারণ ধনীরা নিজেদের কাজ নিজেরা করে নিতে পারবে। কাজ করতে হবে গরিবের কল্যাণে। আর এ বৈষম্য কমাতে ধনীদের উপর অধিক করারোপ করতে হবে। এর মাধ্যমে ধনীদের অর্থ গরিবের কাছে পৌঁছবে। বিশ্ব ব্যাংকের এ শীর্ষ কর্মকর্তা বলেন, বৈষম্য কমাতে উদ্যোক্তা তৈরি করতে হবে। সরকারের পক্ষে সবার জন্য চাকরি তৈরি করা সম্ভব নয়। কিছু তরুণ উদ্যোক্তা হতে চায়। সবার জন্য চাকরি নিশ্চিত করতে না পারলেও তাদের জন্য ব্যবসায়িক প্রসেস সহজ করতে হবে।বাংলাদেশের জন্য উন্নতি করা সহজ। কারণ শ্রম বাজার এখন সস্তা। এটাকে কাজে লাগাতে হবে। তবে এর জন্য অবকাঠামোগত উন্নতি করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল।
×